নির্বাচন কমিশন এখন প্রধানমন্ত্রীর কথা বেশি শুনছে, কটাক্ষ নুসরতের - নুসরাত জাহান
বালিগঞ্জ মর্ডান স্কুলে ভোট দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ৷ মাকে সঙ্গে করে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি ৷ ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের প্রতি উগরে দিলেন ক্ষোভ ৷ তিনি বলেন, "যখনই প্রধানমন্ত্রী কোনও জনসভা করবেন না ঘোষণা করলেন ঠিক সেই সময়ই নির্বাচন কমিশন সব জনসভা বন্ধ করার নির্দেশ দিল ৷ এতদিন কি নির্বাচন কমিশন ঘুমিয়ে ছিল ? যে কোনও কারও থেকে কমিশন এখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বেশি শুনছে ৷