ভোট দিলেন, অনুরাগীর সঙ্গে সেলফিও তুললেন মিমি - সাংসদ মিমি চক্রবর্তী
কোভিড বিধি মেনে ভোট দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ৷ জলপাইগুড়ির পান্ডাপাড়া জুনিয়ার বেসিক স্কুলে ভোট দেন তিনি ৷ ভোট দিয়ে বেরিয়ে অনুরাগীর সঙ্গে তুললেন সেলফি ৷ মিমি জানিয়েছেন প্রতিবারের মতোই এখানকার ভোট শান্তিপূর্ণ হয়েছে ৷ সেই সঙ্গে মানা হয়েছে সবরকম করোনাবিধি ৷