শান্তিপুরে নির্বাচনী প্রচারে মিঠুন - ভোট প্রচার
শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নির্বাচনী ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শান্তিপুর ঘোড়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেলিকপ্টারে করে নাবেন মিঠুন চক্রবর্তী। এর পরেই শান্তিপুর বিধানসভার প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি রোড শো করেন মিঠুন চক্রবর্তী । শান্তিপুরের সাধারণ মানুষের দাবি শান্তিপুরের ভূমিপুত্র মিঠুন চক্রবর্তী, তাই নির্বাচনী রোডশো হলেও ভূমিপুত্রকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য হয়েছিল সেখানে । প্রায় এক ঘন্টা ধরে শান্তিপুরের রাজপথ অবরুদ্ধ হয়ে পড়ে মানুষের ভিড়ের চাপে ৷ এছাড়াও রথ থেকে মিঠুন চক্রবর্তী শান্তিপুরের মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে উৎসাহিত করেন। স্বভাবতই শান্তিপুরের পুলিশ প্রশাসন ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ে ৷ যদিও মিঠুন চক্রবর্তীর শান্তিপুরে আগমনীর আগেই গোটা শান্তিপুর শহর নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল ৷