টালিগঞ্জের বুথ পরিদর্শনে অভিনেতা দেবদূত ঘোষ - সংযুক্ত মোর্চার প্রার্থী
একুশের নির্বাচনের চতুর্থ দফার ভোট আজ ৷ এদিন ভোর চারটে থেকে ভোটের কর্মসূচি শুরু করে দেন অভিনেতা দেবদূত ঘোষ ৷ টালিগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি ৷ টালিগঞ্জের বুথগুলি ঘুরে দেখেন তিনি ৷ বুথ পরিদর্শনের ফাঁকেই ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন দেবদূত ঘোষ ৷