আসছে নতুন ধারাবাহিক 'সৌদামিনীর সংসার' - Bengali Serial
কলকাতা : বাংলা ছবির সঙ্গে সঙ্গে বাংলা ধারাবাহিকেও প্রচুর পিরিয়ড ড্রামা হচ্ছে। 'রানী রাসমণি' বা 'দেবী চৌধুরানী'-র মতো ধারাবাহিক রমরমিয়ে চলছে টেলিভিশনের পরদায়। এবার সেই তালিকায় যোগ হল 'সৌদামিনীর সংসার' ধারাবাহিকের নাম। ধারাবাহিকের গল্প আবর্তিত হবে শান্তি নিবাস বা কোন্দল বাড়ির বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। বাড়ির অগাধ সম্পত্তি, নানা ভৌতিক কাণ্ডকারখানার সঙ্গে সৌদামিনীর লড়াই দেখতে পাবেন দর্শক। প্রধান চরিত্রে দেখা যাবে সুস্মিলি, অধিরাজ, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমিত সমাদ্দার, দেবপ্রতিম দাশগুপ্ত প্রমুখকে।