শেষ শট দিয়ে আবেগপ্রবণ নিমাই-বিষ্ণুপ্রিয়া... - Srima Bhattacharya
কলকাতা : ৭৫০ পর্ব পেরিয়ে শেষ হতে চলেছে ধারাবাহিক মহাপ্রভু শ্রীচৈতন্য। আগামী ২৭ জুলাই ধারাবাহিকের শেষ এপিসোড দেখতে পাবেন দর্শক। শেষবারের মতো বিষ্ণপ্রিয়া আর নিমাই হিসেবে শট দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রীমা ভট্টাচার্য ও আর্য চন্দ্র। ETV ভারত সিতারায় ব্যক্ত করলেন নিজেদের অনুভূতি। দেখে নিন ভিডিয়োয়...