কেশবের জীবনে ঘোর বিপদ, কী করবে সে? - serial
কলকাতা : জয়ার কোলে এসেছে এক ছোট্ট সন্তান, বলরাম। সম্পর্কে সে কেশবের ভাই। তবে কেশব আর বলরামের ক্ষতি করার জন্য মুখিয়ে রয়েছে কালীকিঙ্কর রায়ের স্ত্রী প্রাপ্তি রায়। কিন্তু, কেশব প্রতিবারই সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে। এবারও কি সে পারবে? উত্তর লুকিয়ে 'কেশব' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। তবে তার আগে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের সেটে।