'জয়ী'-এর ধারাবাহিকে ঢুঁ মারল ETV ভারত সিতারা - Joyee
কলকাতা : জয়ী আর ঋভুর জীবনে পরিবর্তন এসেছে অনেক। পেরিয়ে গেছে পাঁচ বছর। তাদের জীবন জুড়ে এখন ছোট্ট জিকো। তাই শুটিং ফ্লোরে গেলে এখন জয়ী আর ঋভুর সঙ্গে দেখা যায় জিকোকেও। শুটিং ফ্লোর থেকে ETV ভারত সিতারাকে নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন ধারাবাহিকের কলাকুশলীরা।
Last Updated : Jun 11, 2019, 6:11 PM IST