আড্ডায় 'আস্তে লেডিস'-এর তিনকন্যা - Aste ladies
সন্দীপ্তা সেন, সায়নী ঘোষ এবং মধুরিমা ঘোষকে নিয়ে একটি ওয়েব সিরিজ় এসেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডিজিটাল প্লাটফর্ম হইচইতে। সেই সঙ্গে অসম্ভব জনপ্রিয় হয়েছে ওয়েব সিরিজ়টি। ইন্ডাস্ট্রির অনেকে বলছেন, তিনজন নারীকে নিয়ে এরকম ওয়েব সিরিজ় বাংলায় আগে কখনও হয়নি। তিনজন নারী। তাদের একটি ব্যবসা আছে। এবং সেই ব্যবসা চালাতে গিয়ে তারা জড়িয়ে পড়ে রোমহর্ষক ডাকাতির সঙ্গে। রোমাঞ্চের সঙ্গে কমেডি মিলেমিশে একাকার। আত্মগোপন করার জন্য তিনজনে ব্যবহার করে মুখোশ। সেই মুখোশও খুবই তাৎপর্যপূর্ণ। মাইথোলজির তিন নারী শক্তি - দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী। সম্প্রতি ETV Bharat'এর প্রতিনিধির সঙ্গে জমাটি আড্ডায় বসলেন সায়নী, সন্দীপ্তা এবং মধুরিমা।