মালদ্বীপে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন অনন্যা-ইশান - ananya ishaan went Maldives for vacay
নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন অনন্যা পান্ডে ও ইশান খাট্টার । গতকাল রাতেই বিমানে মালদ্বীপ থেকে মুম্বই ফেরেন তাঁরা । একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁদের । ইন্ডাস্ট্রিকে কান পাতলে শোনা যাচ্ছে, একে অপরকে নাকি ডেট করছেন তাঁরা । যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এই তারকা জুটি ।