স্যানিটাইজ় করা হল অমিতাভের বাংলোগুলি - Amitabh Bachchan bungalows
কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন ও অভিষেক । মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা । দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । এদিকে আজ সকালেই BMC-র তরফে স্যানিটাইজ় করা হয় অমিতাভের জনক, প্রতীক্ষা ও জলসা বাংলো ।