এবার পুলিশদের স্মার্টওয়াচ অনুদান অক্ষয়ের
মুম্বই পুলিশের পর এবার পাঞ্জাবের জলন্ধর পুলিশের দিকে নজর অক্ষয় কুমারের । দান করলেন পাঁচশো স্মার্টওয়াচ, যা দিয়ে তাঁদের জ্বর বা ব্লাড প্রেশার মাপা যাবে সহজেই । জলন্ধরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভল্লার ETV ভারতের ক্যামেরার মাধ্যমে ধন্যবাদ জানালেন অক্ষয়কে । দেখে নিন ভিডিয়ো...