Srabanti Chatterjee: রায়গঞ্জে কালীপুজোর উদ্বোধনে গিয়ে আপ্লুত শ্রাবন্তী - রায়গঞ্জে শ্রাবন্তী
"ভগবান আমাদের সকলকে ধীরে ধীরে করোনা থেকে মুক্ত করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছে । আমরা আবার সকলে আগের মতো সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছি ৷" রায়গঞ্জ শহরে কালীপুজোর উদ্বোধনে গিয়ে একথা বললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । তাঁকে ঘিরে রায়গঞ্জের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ শহরের অন্যতম সেরা শ্যামাপুজো কমিটি মিলনপাড়ার বয়েজ সুকান্ত ক্লাবের পুজো উদ্বোধন করেন শ্রাবন্তী । উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার-সহ বিশিষ্ট অতিথিরা । এবছর বয়েজ সুকান্ত ক্লাবের শ্যামাপূজা 65তম বর্ষে পদার্পণ করল । 30 ফুট উঁচু গণেশের মূর্তির নীচে কালীর আরাধনা তাদের এবারের কালীপুজোর থিম । রয়েছে চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা ৷