Dev : সাক্ষী কাঞ্চনজঙ্ঘা, ‘কিশমিশ’ নিয়ে দার্জিলিংয়ে হাজির দেব - দেব
শৈলশহর দার্জিলিংয়ে হাজির অভিনেতা, প্রযোজক দেব ৷ সঙ্গে টিম ‘কিশমিশ’ ৷ রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন দেব ৷ জানান, পাহাড় তাঁকে বরাবরই টানে ৷ পাহাড়ে শুটিং করার অভিজ্ঞতাও খুব ভাল ৷ আপাতত হাতে ‘কিশমিশ’ ছাড়াও রয়েছে ‘সাঁঝবাতি’ ও ‘টনিক’ ৷ এবারের পুজোয় তাঁর প্রযোজনায় তৈরি দু’টি ছবিও মুক্তি পাচ্ছে ৷ সব মিলিয়ে চরম ব্যস্ত অভিনেতা ৷ কথায় কথায় জানালেন, কিশমিশের শেষ 10 দিনের শুটিং হবে দার্জিলিংয়ে ৷ আপাতত সেই কাজেই মন দিতে চান টিম কিশমিশ-এর সব সদস্য ৷