সমারোহে পালিত হবে মহানায়কের 39 তম মৃত্যুবার্ষিকী
কলকাতা : ৩৯ বছর হয়ে গেল তিনি আর আমাদের মধ্য়ে নেই। তবে তিনি বাঙালি তথা পৃথিবী জুড়ে সমস্ত সিনেমাপ্রেমীদের মরমে বসে রয়েছেন। তিনি উত্তমকুমার। কয়েকদিন পরেই উত্তমকুমারের ৩৯ তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্য়ে পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকে, নিজের নিজের মতো করে মহানায়কে শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি তাঁর নামাঙ্কিত উত্তম মঞ্চে আয়োজিত হবে উত্তম স্মরণ সন্ধ্যা। সেখানে উপস্থিত থাকার কথা তাঁর সমসাময়িক শিল্পী ও নব প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বনামধন্য গায়ক-গায়িকারাও। আজ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উত্তমকুমার মেমোরিয়াল কালচারাল কমিটির পক্ষ থেকে জানানো হয় এই খবর। সেখানে ছিলেন সোমা চাটার্জি, অভিনেতা শন সহ আরও অনেকে। দেখে নিন ভিডিয়োতে...