বাড়াতে হবে সার্ভিস চার্জ, নাহলে ১৯ তারিখ থেকে বন্ধ সিঙ্গল স্ক্রিন - Single Screen
কলকাতা : গত এক বছর ধরে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে সার্ভিস চার্জ বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। এবার সেই আর্জিতে একটা আল্টিমেটাম দেওয়া হল। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে সার্ভিস চার্জ বাড়ানোর কোনও আশ্বাস না পেলে ১৯ তারিখ থেকে সমস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে সার্ভিস চার্জের পরিমাণ দু'টাকা-আড়াই টাকা ও তিন টাকা। সেটা বাড়িয়ে পাঁচ টাকা-সাত টাকা ও দশ টাকা করার দাবি জানানো হয়েছে। তবে এই বৃদ্ধির দায় কোনওভাবেই দর্শককে নিতে হবে না, কারণ টিকিটের দাম বাড়ানোর কোনও দাবি জানাচ্ছেন না অ্যাসোসিয়েশনের লোকজন। শুধুমাত্র প্রাপ্ত অর্থের ভাগাভাগিতে কিছুটা পরিবর্তন আসবে।
Last Updated : Jul 11, 2019, 6:34 PM IST