পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sunetra Sundaram Shooting : বারুইপুর রাজবাড়িতে চলছে 'সুনেত্রা সুন্দরম' সিনেমার শুটিং - shooting of the movie sunetra sundaram is going on in baruipur rajbari

By

Published : Mar 31, 2022, 3:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

সুলভ শৌচালয়ের অভাবে অনেক ক্ষেত্রেই ব্যাপক সমস্যায় পড়তে হয় মহিলাদের । এই কারণে রাস্তায় বেরোলে অনেকে জলও খান না । আর সেটাই হয়ে দাঁড়ায় পরবর্তী ক্ষেত্রে হয়ে দাঁড়ায় বড় রোগের কারণ ৷ অথচ এই অতি জরুরি বিষয়টি নজর এড়িয়ে যায় সকলেরই ৷ এবার এই বিষয়টিকে কেন্দ্র করেই বাংলা ছবি 'সুনেত্রা সুন্দরম'-এর কাজে হাত দিয়েছেন পরিচালক শিবরাম শর্মা (Shiv Ram Sharma New Film Sunetra Sundaram)। অভিনয়ে পার্ণো মিত্র, সোমরাজ মাইতি, রূপাঞ্জনা মিত্র, শকুন্তলা বড়ুয়া সহ-আরও অনেকে । ছবির এই পর্বের শ্যুটিং চলছে বারুইপুর রাজবাড়িতে ৷ সেই সিনেমার পিছনের গল্পটা কেমন তা দেখতেই রাজবাড়িতে হাজির ইটিভি ভারত ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details