Shibani Dandekar on Pregnancy Rumours : মা হতে চলেছেন ? ভিডিয়ো পোস্ট করে জবাব দিলেন শিবানী - মা হতে চলেছেন এক জবাবে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন শিবানী
ফরহান আখতার এবং শিবানী দান্ডেকরের বিবাহের কিছু ছবি সামনে আসতেই একটি জল্পনা রীতিমত মাথাচাড়া দিয়েছিল শিবানী কি গর্ভবতী (Shibani Dandekar pregnancy rumours) ? কারণ জাভেদ আখতারের খামার বাড়িতে তোলা কিছু ছবি দেখে নেটিজেনদের মনে হয়েছিল তিনি পেগনেন্ট ৷ আর তা থেকেই তারা জল্পনা শুরু করেন তবে কি তিনি মা হতে চলেছেন না ? এমনকি এ নিয়ে ট্রোলিংও শুরু করেন কেউ কেউ ৷তবে নিজের এক বোল্ড ভিডিয়ো পোস্ট করে নেটিজেনদের জবাব দিলেন তিনি ৷ ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, "আমি একজন মহিলা, আমি গর্ভবতী নই, আমি তখন টাকিলা খেয়েছিলাম ৷" তাঁর এই জবাব রীতিমত পছন্দ হয়েছে নেটিজেনদের ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST