পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Shibani Dandekar on Pregnancy Rumours : মা হতে চলেছেন ? ভিডিয়ো পোস্ট করে জবাব দিলেন শিবানী - মা হতে চলেছেন এক জবাবে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন শিবানী

By

Published : Mar 2, 2022, 9:16 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ফরহান আখতার এবং শিবানী দান্ডেকরের বিবাহের কিছু ছবি সামনে আসতেই একটি জল্পনা রীতিমত মাথাচাড়া দিয়েছিল শিবানী কি গর্ভবতী (Shibani Dandekar pregnancy rumours) ? কারণ জাভেদ আখতারের খামার বাড়িতে তোলা কিছু ছবি দেখে নেটিজেনদের মনে হয়েছিল তিনি পেগনেন্ট ৷ আর তা থেকেই তারা জল্পনা শুরু করেন তবে কি তিনি মা হতে চলেছেন না ? এমনকি এ নিয়ে ট্রোলিংও শুরু করেন কেউ কেউ ৷তবে নিজের এক বোল্ড ভিডিয়ো পোস্ট করে নেটিজেনদের জবাব দিলেন তিনি ৷ ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, "আমি একজন মহিলা, আমি গর্ভবতী নই, আমি তখন টাকিলা খেয়েছিলাম ৷" তাঁর এই জবাব রীতিমত পছন্দ হয়েছে নেটিজেনদের ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details