SFI Protest Rally : ছাত্রদের উপর আক্রমণ শিক্ষার পরিসরকে সংকুচিত করার ষড়যন্ত্র, অভিযোগ বিকাশরঞ্জনের - SFI Protest Rally on Student Leaders Death in West Bengal
রাজ্যে একের পর এক ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করল এসএফআই (SFI Protest Rally on Student Leaders Death in West Bengal) ৷ প্রথমে কলেজ স্ট্রিট এলাকায় মিছিল করার কথা ছিল এসএফআই এর ৷ কিন্তু, পুলিশের অনুমতি না পাওয়ায়, পিআইটিইউ’র শ্রমিক ভবনে অস্থায়ী মঞ্চ তৈরি করে প্রতিবাদ সভা করা হয় ৷ যে সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্রদের প্রতি অত্যাচারের অভিযোগ করেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানেই শিক্ষা ক্ষেত্রকে গৈরিকীকরণ এবং শিক্ষার পরিসরকে সংকুচিত করার অভিযোগ তুলেছেন তিনি ৷ এসএফআই এর মৃত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত এবং সম্প্রতি আনিশ খানের মৃত্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি ৷ ওই প্রতিবাদ সভায় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ছাত্রনেতা রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা উপস্থিত ছিলেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
SFI Protest Rally