SFI Rally Demanding Judicial Investigation : আনিশ-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রাজপথে দীপ্সিতা-সৃজনরা, মিছিল আটকাল পুলিশ - আনিশ-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রাজপথে দীপ্সিতা-সৃজনরা, মিছিল আটকাল পুলিশ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর অভিঘাত মঙ্গলবারই আছড়ে পড়েছিল কলকাতার রাজপথে ৷ ছাত্রনেতার মৃত্যুর সঠিক কিনারা চেয়ে রাস্তায় নামা আলিয়া বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি গতকাল ছিল শিরোনামে ৷ পথে নেমেছিল নাগরিক মঞ্চও ৷ আঁচ পড়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা সাজিয়ে পড়ুয়াদের মহাকরণ অভিযান আটকেছিল পুলিশ ৷ এই হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি আগেই করেছিল বামেদের ছাত্র সংগঠন এসএফআই ৷ এদিন দীনেশ মজুমদার ভবন থেকে পার্ক সার্কাস আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত মিছিল করে তারা ৷ মিছিলে হাঁটেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান-সহ আরও অনেকে (SFI Rally Demanding Judicial Investigation of Anish khan death case) ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST