পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

School Uniform : উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের পাশে পড়ে পোশাক, চাঞ্চল্য শান্তিপুরে - Several clothes lying next to the school before the exam in santipur

By

Published : Apr 2, 2022, 1:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

আজ থেকে রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ তার আগেই নদিয়ার শান্তিপুরে স্কুলের পাশে পড়ে থাকতে দেখা গেল স্কুলের একাধিক পোশাক এবং অন্যান্য জামাকাপড় (Several School Uniform and clothes lying next to the school before the exam in Santipur) । শান্তিপুর হিন্দু স্কুলের পাশে শান্তিপুর রাধারানি স্কুলের বেশ কয়েকটি পোশাক পড়ে থাকতে দেখেন এলাকাবাসী । ওই পোশাক পড়ে থাকতে দেখে ভিড় জমান এলাকার মানুষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ । এসে স্কুলের পোশাক এবং অন্যান্য জামা কাপড়গুলো নিয়ে যায় । স্থানীয়দের দাবি, এর আগে কখনও এভাবে স্কুলের পোশাক পড়ে থাকতে দেখেননি তাঁরা এলাকায় । কোন উদ্দেশ্যে, কারা এই স্কুলের ছাত্রীদের পোশাক ফেলে রেখে গিয়েছে, তা কিছুই বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা । তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details