পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

tmc inner clash at kalyani : তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের জেরে কল্যাণীতে মেলা বন্ধের নির্দেশ - Latest News on TMC

By

Published : Feb 22, 2022, 9:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

নদীয়ার কল্যাণী পৌর নির্বাচনের 10 নম্বর ওয়ার্ডের প্রচারে যাওয়ার উদ্দেশ্যে কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াগাছা গ্রামের জুনিয়র বেসিক স্কুলের মাঠে জড়ো হয়েছিলেন প্রায় 50 জন তৃণমূল কর্মী-সমর্থক । অভিযোগ, সেখানেই তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর বেশ কয়েকজন সশস্ত্র যুবক হামলা করে (tmc inner clash at kalyani) ৷ বোমাবাজিও হয় ৷ বেশ কয়েকজন আহত হন (several injured during tmc inner clash at kalyani) ৷ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে । ওই মাঠে একটি মেলা চলছিল । মেলায় ব্যবসায়ীদের ক্ষতি হয় ৷ পরে কল্যাণী ও হরিণঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ করে দেওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details