পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sayantika Attack Suvendu : আগামিদিনে বাচ্চা জন্মালে আর শুভেন্দু নাম রাখা হবে না ; মন্তব্য সায়ন্তিকার - Sayantika Banerjee Attack Suvendu Adhikari at Khanakul in hooghly

By

Published : Mar 29, 2022, 5:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

"মুসলমান বাড়িতে যেরকম শিশুদের নাম মীরজাফর রাখা হয় না,তেমনই আগামীদিনে বাংলায়, কোনও বাঙালি বাড়িতেও শিশুদের নাম আর শুভেন্দু রাখা হবে না।" এভাবেই রাজ্য বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন অভিনেত্রী তথা তৃণমূল যুব রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Attack Suvendu)। পাশাপাশি বেইমান, বিশ্বাসঘাতক বলেও এদিন শুভেন্দুকে কটাক্ষ করেন তিনি। এদিন খানাকুলের বালিপুরে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে যোগদান করেন সায়ন্তিকা ৷ অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পরই পালটা মুখ খুলেছে বিজেপি শিবির। এ প্রসঙ্গে খানাকুলের বিধায়ক তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী নন, আগে তৃণমূল নেত্রীর ডিএনএ টেস্ট করে দেখা হোক, তিনি কংগ্রেস ভেঙে এসেছিলেন কি না ৷ কংগ্রেসের কাছে তিনিও তাহলে মীরজাফর।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details