পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Madhyamik Candidate Special Story : সন্তানের জন্মের পর হাসপাতালে মাধ্যমিকে বসলেন দিনহাটার রুবিনা - Rubina from Dinhata attends Madhyamik days after became mother

By

Published : Mar 7, 2022, 7:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

শুক্রবার সন্তানের মা হয়েছেন ৷ তাই হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বিষয়টি ছিল কার্যত অসম্ভব ৷ কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করল দিনহাটার রুবিনা পারভিন ৷ স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় হাসপাতালের বিছানায় বসেই মাধ্যমিকে অবতীর্ণ হল গিতালদহ হাইস্কুলের ছাত্রী রুবিনা (Rubina from Dinhata attends Madhyamik days after became mother)। গত 2 মার্চ সন্তানসম্ভবা হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয় সে। 4 মার্চ সন্তান প্রসব করে রুবিনা। এমতাবস্থায় হাসপাতালে তাঁকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়ে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হয় রুবিনা। রুবিনার অনুরোধে সাড়া দেয় স্কুল কর্তৃপক্ষ। সোমবার প্রথম পরীক্ষা দিয়ে রুবিনা জানায়, ভালই হয়েছে পরীক্ষা। রুবিনার স্বামী বেলাল হোসেন জানান, রাইটারের অনুমোদন মেলেনি। রাইটার পেলে পরীক্ষা আরও ভাল হত।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details