Tiger Pic Captured In Sundarban: সুন্দরবনে পর্যটকদের ক্যামেরাবন্দি হল দক্ষিণরায় - সুন্দরবনে পর্যটকদের ক্যামেরাবন্দি হল দক্ষিণ রায়
শীতের শেষে মার্চ মাসেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন সুন্দরবনে। সেই পর্যটকদেরই দেখা দিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger Picture Captured In Sundarban)। এদিন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে পিরখালি 4 নম্বর জঙ্গলের কাছে একদল পর্যটকের নজরে পড়ল দক্ষিণ রায়। দক্ষিণ রায় নজরে পড়তেই পর্যটকদের বোট ও লঞ্চগুলি সেদিকে খানিকটা এগিয়ে যায়। নিরাপদ দূরত্ব থেকেই দেখতে থাকেন বাঘের কার্যকলাপ। পর্যটক সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ঘণ্টাখানেক সময় ধরে নদী পার হয় বাঘটি। তারপর, নদীর ধারে কিছুটা সময় ঘুরে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST