kalyani Covid Hospital Protests: নদিয়ায় পুনরায় কাজে নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ হাসপাতালের অস্থায়ী কর্মীদের - workers demanding re employment In kalyani
পুনরায় কাজে নিয়োগের দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ অবরোধ করে বিক্ষোভ করলেন হাসপাতালে অস্থায়ী কর্মীরা (workers demanding re-employment In kalyani)। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এনএসএস কোভিড হাসপাতালের ঘটনা । জানা গিয়েছে, কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালে বিগত এক বছর ধরে মোট 130 জন অস্থায়ী কর্মী চুক্তির ভিত্তিতে কাজ করছিলেন। গতকাল তাঁদের চুক্তির শেষ তারিখ ছিল। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় নতুন করে মাত্র 20 জন পুনরায় চুক্তির ভিত্তিতে কাজ পাবেন। এরপরে শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, তারা গত একবছর জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের দেখাশোনা করেছেন। কিন্তু হঠাৎ তাদের পুনরায় কেন নিয়োগ করা হচ্ছে না। তাঁরা চাইছেন যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে এতদিন তারা কাজ করেছেন সেই কারণে 130 জনকে পুনরায় নিয়োগ করুক স্বাস্থ্য দফতর। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল সুপার কিংবা জেলা স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে আসছেন, ততক্ষণ চলবে তাদের বিক্ষোভ। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST