পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jalpaiguri CPM Anti Law Movement: রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতে আইন অমান্য জেলা বামফ্রন্টের - Jalpaiguri CPM Anti Law Movement

By

Published : Mar 22, 2022, 6:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

রামপুরহাটে বগটুই গ্রামে বাড়িতে আগুন জ্বালিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি করল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট (Anti Law Movement in Jalpaiguri)। এই কর্মসূচি ঠেকাতে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতরের সামনে ব্যারিকেড করে রাখা হয়েছিল। বাম কর্মী-সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরের সামনে থাকা আরও একটি ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ 200 জনকে গ্রেফতার করে। পুলিশ বামফ্রন্টের আইন অমান্য সফল বলার পর আন্দোলন শেষ হয়। এদিন বামফ্রন্টের জলপাইগুড়ি জেলার আহ্বায়ক সলিল আচার্য বলেন, "রামপুরহাটে যেভাবে আগুন দিয়ে জ্বালিয়ে গণহত্যা করা হয়েছে তার নিন্দা করছি। আমরা এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছি। রাজ্য সরকারের সিট গঠন করেছে। সিআইডি তদন্তে গিয়েছে, বাস্তবে তদন্ত কতটা হবে তা নিয়ে সন্দেহ আছে। আনিশ হত্যাকাণ্ড নিয়েও তদন্ত কিছুই এগোয়নি।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details