Chaitra Sale Fair : রায়গঞ্জ পৌরসভার উদ্যোগ শুরু হচ্ছে ‘চৈত্র সেল মেলা’ - রায়গঞ্জ করোনেশন হাইস্কুল
চলতি মাস থেকে করোনা বিধিনিষেধ উঠে গিয়েছ ৷ নিউ নর্মালে কেবল মাত্র মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হয়েছে ৷ বিধি নিষেধ উঠতেই আবারও চালু হচ্ছে ‘‘চৈত্র সেল মেলা’’ ৷ রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই চৈত্র সেল মেলার আয়োজন করা হয়েছে ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের বাইরের এই মেলার আয়োজন করা হয়েছ ৷ একসঙ্গে 70টি স্টলের ব্যবস্থা করা হয়েছে ৷ স্থানীয় ব্যসায়ীরা নামমাত্র খরচে রায়গঞ্জ পৌরসভা আয়োজিত এই ‘‘চিত্র সেল মেলায়’’ স্টল দিতে পারবেন (Chaitra Sale Fair) ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
রায়গঞ্জ করোনেশন হাইস্কুল