TMC Against Bharat Bandh : ‘‘2 মিনিট সময় দিন... সব আন্দোলন বন্ধ করে দেব,’’ পুলিশকে নির্দেশ তৃণমূল নেতার - Raiganj TMC Leaders in Street Against Bharat Bandh of Left Tread Unions
‘‘‘দু’মিনিট সময় দিন, সিপিএমের এই আন্দোলন বন্ধ করে দেব ৷’’ এটা কোনও পুলিশকর্তার কথা নয় ৷ পুলিশকে উদ্দেশ্য করে বলা রায়গঞ্জের এক তৃণমূল নেতার বক্তব্য এটি ৷ কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দেশজুড়ে চলা 48 ঘণ্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে রায়গঞ্জের রাস্তায় বিক্ষোভ ও অবরোধে নামেন সিপিআইএম কর্মী-সমর্থকরা ৷ পাল্টা ধর্মঘটের বিরুদ্ধে জনজীবন সচল রাখতে রাস্তায় নামে তৃণমূল ৷ এ দিন ধর্মঘটের সমর্থনে সিপিআইএমের মিছিল ঘড়িমোড়ে আটকে দেয় পুলিশ ৷ সেখানে পুলিশের সঙ্গে বাম নেতা-কর্মীদের বচসা ও হাতাহাতি হয় ৷ সেই সময় ঘটনাস্থলে যায় তৃণমূলের নেতা-কর্মীরা ৷ তাঁরা পুলিশকে সরে যেতে বলেন ৷ আর দু’মিনিটের মধ্যে সিপিএমের বিক্ষোভ ও অবরোধ তুলে দেওয়ার কথা বলে (Raiganj TMC Leaders in Street Against Bharat Bandh of Left Tread Unions) ৷ যার পরেই সেখান পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে ৷ তবে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
TMC Against Bharat Bandh