Punnya Snan in Gangasagar : মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে গঙ্গাসাগরে পূণ্যস্নাস পূণ্যার্থীদের - Punnya Snan in Gangasagar in Maghi Purnima
প্রায় দু’বছর পর মাঘী পূর্ণিমায় পুরনো ছবি ফিরল গঙ্গাসাগরে ৷ মাঘী পূর্ণিমার সকালে গঙ্গাসাগরে পূণ্যস্নান করলেন কয়েক হাজার পূণ্যার্থী (Punnya Snan in Gangasagar in Maghi Purnima) ৷ কপিলমুনির আশ্রমেও দেখা গেল পূণ্যার্থীদেক ভিড় ৷ কয়েক হাজার পূণ্যার্থী আজ গঙ্গাসাগরে পূণ্যস্নান করার পর মন্দিরে পুজো দেয় ৷ করোনার জেরে গত দু’বছর মাঘী পূর্ণিমার পূণ্যস্নান এবং কপিলমুনির আশ্রমে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ কিন্তু, সংক্রমণ কমায় প্রশাসনের তরফে এ বার ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ তবে, কোভিডবিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে ৷ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি ৷ পূণ্যার্থীরা কোভিডবিধি মানছেন কি না, তার উপর নজরদারি করা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST
TAGGED:
Punnya Snan in Gangasagar