পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Surajit Sengupta memorial : অন্তত অর্জুন প্রাপ্য ছিল সুরজিতের, লাল-হলুদ তাঁবুতে আক্ষেপ প্রসূনের

By

Published : Mar 7, 2022, 11:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে সোমবার ইস্টবেঙ্গল তাঁবুতে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে কিংবদন্তী উইঙ্গার ফিরে ফিরে এলেন সতীর্থদের স্মৃতিচারণে, সঙ্গীত শিল্পীদের গানে, চিত্রকর, অধ্যাপকের আলোচনায়। আসলে কেবল ফুটবল মাঠে নয়, সুরজিতের ব্যপ্তি ছিল সমাজের বিভিন্ন স্তরে। লেখক হিসেবে কিংবা পত্রিকা সম্পাদনায় যাঁর অনায়াসে যাতায়াত ছিল তার শ্রদ্ধাবাসরে রঙের ছটা তো থাকবেই। অভিন্ন হৃদয় শ্যামল ঘোষের স্মৃতিতে ধরা পড়লেন বড় মনের সুরজিত। ফুটবলার জীবনে লাল-হলুদ জার্সিতে খেলা হয়নি। তবে ইচ্ছে ছিল লাল-হলুদ উপহার পাওয়ার। সুরজিৎ সেনগুপ্তের শ্রদ্ধানুষ্ঠানে সেই ইচ্ছেপূরণ প্রসূন বন্দোপাধ্যায়ের। আক্ষেপের সুরে আদ্যোপ্রান্ত মোহনবাগানী প্রসূন জানিয়ে গেলেন, অন্তত অর্জুন প্রাপ্য ছিল সুরজিতের (Prasun Banerjee says Surajit Sengupta deserved at least Arjuna award) ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, মিহির বসু, রঞ্জিত মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরী, রহিম নবি-সহ আরও অনেকে।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details