Prank Shoot In Streets : মানুষের মনোরঞ্জন করতে কার্টুন সেজে রাস্তায় প্র্যাঙ্ক - Prank Shoot In Streets
বহুরুপীর সাজে রাস্তায় ঘুরে ঘুরে মনোরঞ্জন করতে অনেকজনকেই দেখা যায়। এটা বর্তমানে প্র্যাঙ্ক বলে চিহ্নিত ৷ এরকমই বহরমপুরের রাস্তায় দেখা গেল কার্টুন চরিত্রের পোশাকে এক ব্যক্তিকে (Prank Shoot In Streets)। তার সঙ্গে রয়েছে আরও তিনজন। যারা ওনার এই মনোরঞ্জনকে ভিডিয়োর মাধ্যমে ক্যামেরা বন্দী করছেন। করোনা অতিমারীতে হয়েছে দীর্ঘ লকডাউন আর তাতে কাজ হারিয়েছেন দেশ তথা রাজ্যবাসীর অনেকেই ৷ এরপর থেকেই রুজি-রোজগারের আশায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান অ্যাপের মাধ্যমে নানান ভিডিয়ো বানিয়ে দর্শকদের মন জয় করেছেন ৷ আর এতে আয়ও হচ্ছে বেশ । এ বিষয়কে মাথায় রেখে বহরামপুরের একদল যুবক বিষয়টি প্রাণবন্ত করতে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন ৷ বহরমপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে, মানুষের কাছে গিয়ে প্র্যাঙ্ক করে মন জয়ের চেষ্টা করছে ৷ এতে মানুষের কাছ থেকে তারা সাড়াও পাচ্ছে বেশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Prank Shoot In Streets