পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Strike in Siliguri : শিলিগুড়িতে জোর করে বনধ করাতে গিয়ে গ্রেফতার বিধায়ক শঙ্কর ঘোষ - BJP Calls Bengal Strike

By

Published : Feb 28, 2022, 12:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

জোর করে বনধ করাতে গিয়ে শিলিগুড়িতে গ্রেফতার হলেন দুই বিজেপি বিধায়ক-সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক । পৌরভোটের নামে প্রহসন, ছাপ্পাবাজির অভিযোগ তুলে সোমবার 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি (BJP Calls Bengal Strike) । সেই মত এদিন সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় জোর করে বনধ করাতে রাস্তায় নেমে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি হাসমি চক থেকে মিছিল করে শহর পরিক্রমা করে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের বনধে সামিল হওয়ার আবেদন করে তারা । এরপর মিছিল শেষে হাশমি চকে পথ অবরোধ করে বিজেপি । উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মন । দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখায় থমকে যায় স্বাভাবিক যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা । প্রথমে বিধায়কদের রাস্তা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হলেও তাতে সাড়া দেননি তাঁরা । ফলে শেষ পর্যন্ত দুই বিধায়ককে গ্রেফতার করে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details