Students Rally in Kolkata : পুলিশ মিছিলের পথ আটকাতেই ধুন্ধুমার মৌলালি চত্বর
ছাত্রনেতা আনিশ খান হত্যার তদন্ত চেয়ে পথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৷ কলকাতার রাজপথে এদিন পড়ুয়াদের মহাকরণ অভিযানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামিল হয়েছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও (Seeking justice in Anish Khan death students rally in Kolkata) ৷ মিছিল পার্ক সার্কাস থেকে শুরু হয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরতেই পুলিশ মিছিলের পথ আটকায়। স্বভাবতই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কিন্তু দমে না গিয়ে ছাত্র মিছিল কলেজ স্ট্রিটে বাঁক নেয় ৷ মৌলালি চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Students Rally in Kolkata