Biman Bose in Rampurhat: বগটুইতে পৌঁছলেও পুলিশি বাধার মুখে প্রবীণ বামনেতা বিমান বসু
রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছলেন প্রবীণ বামনেতা বিমান বসু-সহ অন্য বাম নেতারা ৷ তবে দগ্ধ বাড়িগুলির কাছে যেতে পুলিশি বাধার মুখে পড়লেন বামনেতা ৷ সাংবাদিকদের তিনি বলেন, "পুলিশ বলছে এখন যাওয়া যাবে না ৷ কারণ ফরেনসিকের লোকেরা তদন্ত করছে ৷" ফরেনসিক দফতরের কাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন তিনি, সাংবাদিকদের জানালেন বিমান বসু ৷ তথ্য ও প্রকৃত সত্য ধামাচাপা দিতে ঘটনার সঙ্গে সঙ্গে খুব সুচতুর ভাবে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার, ঘটনাস্থল থেকে জানালেন বর্ষীয়ান বাম নেতা ৷ (Police prohibits Leftfront leader Biman Bose to enter Bagtui Rampurhat Massacre premises)
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST