পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Martyred EFR Jawans in Silda : শিলদায় মাওবাদী হানায় নিহত শহিদ জাওয়ানদের শ্রদ্ধা জানালেন এডিজি - ERF Jawans in Belpahari Jhargram

By

Published : Feb 16, 2022, 1:14 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

2010, 15 ফেব্রুয়ারি ৷ ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় মারা যান 24 জন ইএফআর জওয়ান । 2011-য় শহিদ জওয়ানদের স্মৃতিতে ওই জায়গাতে 24 টি চারা রোপণ হয় এবং একটি শহিদ বেদি তৈরি করা হয় ৷ প্রতি বছর 15 ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে । মঙ্গলবারও সেই ঘটনার 12তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি (ওয়েস্টার্ন জোন) সঞ্জয় সিংহ, বাঁকুড়ার রেঞ্জার আইজি সুনীল কুমার চৌধুরী, জেলাশাসক জয়সি দাশগুপ্তা, ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ এবং জেলার অন্য পুলিশ আধিকারিকেরা । শহিদ বেদিতে মালা দেন তাঁরা ৷ জওয়ানদের জন্য লাগানো গাছগুলিতে জল দেন পুলিশ অধিকারীকেরা । (Police Officials pay homage to the martyred EFR Jawans in Belpahari Jhargram)
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details