Valentine's Day 2022 : প্রেম দিবসের উপহার, স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন পাঁশকুড়ার শান্তনু - প্রেম দিবসের উপহার, স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন পাঁশকুড়ার শান্তনু
ভালবেসে অনেক প্রেমিকই তাঁর প্রেমিকাকে চাঁদের সঙ্গে তুলনা করে থাকেন ৷ চাঁদের জোছনা বা চাঁদের রূপের সঙ্গে তুলনা টেনে প্রেমিকদের করা এই প্রশংসায় মন গদগদ হয়ে ওঠাই স্বাভাবিক প্রেমিকাদের ৷ কিন্তু তা বলে প্রেম দিবসে নিজের সঙ্গীনিকে ভালবেসে চাঁদে জমি কিনে দিচ্ছেন কেউ এমনটা শুনেছেন ? পাঁশকুড়ার দক্ষিণ চাঁচিয়াড়া গ্রামের বাসিন্দা শান্তনু চক্রবর্তী ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2022) তে তাঁর স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন ৷ আশ্চর্য এই উপহার পেয়ে আনন্দে ভাসছেন শান্তনুবাবুর স্ত্রী সায়ন্তিকা চক্রবর্তীও ৷
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST
TAGGED:
Valentine's Day 2022