Indian Cricketers in Kashmir: কাশ্মীরে গলফ খেললেন যুবি-জাদেজা, উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররা - অজয় জাদেজা
দিনকয়েকের কাশ্মীর সফর সেরে দিল্লি ফিরে গেলেন তিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, অজিত আগরকর এবং অজয় জাদেজা ৷ গত সপ্তাহে তাঁরা জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন ৷ সেখানে শ্রীনগরে রয়্যাল স্প্রিং কোর্সে চুটিয়ে গলফ খেলেন তাঁরা ৷ সেখানকার মনোরম প্রাকৃতিক শোভা উপভোগ করেছেন দেশের ক্রিকেটের তিন প্রাক্তনী ৷ সে নিয়ে জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে কাশ্মীরের অভিজ্ঞতা এবং সেখানকার মানুষের আতিথেয়তার প্রংশসা করলেন অজয় জাদেজা ৷ ছুটি কাটানোর মাঝেই যুবরাজ, আগরকর এবং জাদেজা জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও দেখা করেন ৷
অজয় জাদেজা ওই ভিডিয়ো বার্তায় কাশ্মীর এবং বিশেষত শ্রীনগর গলফ কোর্সের প্রশংসাও করেছেন ৷ তিনি জানান, বিশ্বের অনেক গলফ কোর্সে খেলেছেন তিনি ৷ শ্রীনগর রয়্যাল স্প্রিং গলফ কোর্সের মতো অসাধারণ কোর্স এর আগে দেখেননি ৷ পাশাপাশি, সেখানকার মানুষজনের ভালোবাসা ও আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে ৷ জাদেজা জানিয়েছেন, তিনি এর আগেও কাশ্মীরে এসেছিলেন ৷ কিন্তু, যুবরাজ সিং এবং অজিত আগরকর প্রথমবার উপত্যকায় ঘোরার অভিজ্ঞতা দারুণ উপভোগ করেছেন ৷