Youth Missing: ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ ছেলে, শিলিগুড়িতে ছবি হাতে খুঁজছেন বাবা - নিখোঁজ এক যুবক
দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ এক যুবক (Youth Missing from Dashami in Siliguri) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের শিশাবাড়ির বাসিন্দা সুশীল রায়ের একমাত্র ছেলে মানিক রায় । বয়স 22 বছর । দশমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বাড়ি থেকে বের হন মানিক । তারপর আর বাড়ি ফেরেননি । এদিকে ছবি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন হতদরিদ্র বাবা সুশীল রায় । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । পাশাপাশি সকল আত্মীয়স্বজন বন্ধুবাঁধবের বাড়িতে খোঁজ নেওয়ার পরও মেলেনি মানিকের সন্ধান ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST