Youth Drowns in River at Sheoraphuli: জল নিতে গিয়ে শেওড়াফুলির গঙ্গারঘাটে তলিয়ে গেল অশোকনগরের তরুণ - গঙ্গায় তলিয়ে গেল যুবক
শেওড়াফুলির গঙ্গারঘাটে জল নেওয়ার সময় তলিয়ে গেলেন এক তরুণ ৷ জানা গিয়েছে, 19 বছরের সুমিত চক্রবর্তী নামে ওই তরুণ সাঁতার জানতেন না ৷ তিনি উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার দেবীনগর এলাকায় বাসিন্দা ৷ শুক্রবার সকালে মাসির সঙ্গে তারকেশ্বরে যাচ্ছিলেন ৷ বিকেলে হুগলির শেওড়াফুলির ঘাটে গঙ্গার জল তুলতে গিয়ে তলিয়ে যান সুমিত ৷ গত বুধবার তিনি মাসির বাড়ি যান ৷ সেখান থেকেই মাসির বাড়ির পরিবার এবং আরও অন্যদের সঙ্গে তারকেশ্বরে যাওয়া জন্য রওনা দিয়েছিলেন ৷ প্রায় 40 জনের একটি দল লরিতে তারকেশ্বর মন্দিরে যাচ্ছিল ৷ তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ।
ঘটনায় নিজের দিদি এবং সঙ্গে থাকা বাকি লোকজনের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ করেছেন মৃত সুমিতের মা খুশি চক্রবর্তী ৷ তাঁদের অভিযোগ সুমিত সাঁতার জানতেন না। তবু তাঁকে কেন জল নিতে নদীতে নামালেন তাঁর মাসি ? বাড়ির একমাত্র ছেলের এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার ৷ তবে, ছেলের এই মৃত্যু নিছকই দুর্ঘটনা বলে মেনে নিতে পারছেন না তিনি ৷ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন সুমিত চক্রবর্তীর মা ৷ জানা গিয়েছে, সুমিত পড়াশোনা করার পাশাপাশি হাবরা থানার কাছে একটি অফিসের পার্টটাইম চাকরি করতেন ৷ তাঁর বাবা রবীন চক্রবর্তী ট্রেনে হকারের কাজ করেন ৷