Molestation Allegation: নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি! ধূপগুড়িতে গ্রেফতার অভিযুক্ত - গ্রেফতার যুবক
ধূপগুড়িতে 13 বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনাটি গত 27 মে'র। জানা গিয়েছে ওইদিন প্রতিবেশী অভিযুক্ত যুবক কিশোরীর বাড়িতে যায় সন্ধে সাড়ে সাতটা নাগাদ। সেই সময় কিশোরীর মা পাশের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে বিশেষভাবে সক্ষম বাবার সঙ্গে ছিলেন ওই কিশোরী। সেই সুযোগে অভিযুক্ত যুবক কিশোরীর বাড়িতে ঢুকে তার কাছে পান খেতে চায়। কিশোরী অভিযুক্তের হাতে পান দিতে গেলে তাকে বাড়ির পাশে অন্ধকার গলিতে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কিশোরী কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাড়ি পৌঁছে ঘটনাটি জানায় ৷ রবিবার কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার বিষয়ে জলপাইগুড়ির অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া জানান, নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার তদন্ত এখনও চলছে ৷