বিশ্বকাপ উন্মাদনা মহারাজের পাড়ায়, ঢাক-ঢোল নিয়ে আগাম সেলিব্রেশন অনুরাগীদের - world cup final
Published : Nov 19, 2023, 3:51 PM IST
World Cup Final 2023: মহারাজের এলাকায় বিশ্বকাপ উন্মাদনা। বেহালা চৌরাস্তায় ক্রিকেট প্রেমীরা প্রস্তুত ভারতের বিশ্বজয় সেলিব্রেশনের। ভারতীয় ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়া ভাবা মুশকিল। মহারাজের এলাকায় স্বাভাবিক ভাবেই বিশ্বকাপ ফাইনাল ঘিরে মেতেছেন ক্রিকেট ভক্তরা। সকাল থেকেই এলাকা সাজানো হয়েছে তেরঙ্গায়। টিম ইন্ডিয়ার বিভিন্ন খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে এলাকা। বাজনা বাজিয়ে বিশ্বকাপের ট্রফির আদলে রেপ্লিকা তৈরি করে উচ্ছ্বাসে মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। চলতি বিশ্বকাপে একটিতে ম্যাচেও হারেনি টিম ইন্ডিয়া। জয়ের সেই ধারা রবিবার ফাইনালেও বজায় থাকুক ও বিশ্বকাপ ট্রফি উঠুক রোহিত-বিরাটদের হাতে ৷ সেই আশায় বুক বেঁধেছে সকলেই ৷ খেলা দেখার জন্য রয়েছে জায়ান্ট স্ক্রিন। মিষ্টির অর্ডার থেকে আবির সবকিছু নিয়ে প্রস্তুত ভক্তরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল দেখতে হাজির হয়েছেন একাধিক বলিউড তারকা ৷ দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিং, মেয়ে ভামিকা নিয়ে হাজির বিরাট-পত্নী অনুষ্কা শর্মা, সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে-সহ আরও অনেকে ৷ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে জোরকদমে চলছে হোম-যজ্ঞ ৷ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ঘরে আনুক, প্রার্থনা একটাই ৷