পশ্চিমবঙ্গ

west bengal

হোমযজ্ঞ

ETV Bharat / videos

আমেদাবাদে চলছে রুদ্ধশ্বাস ম্যাচ, হোমযজ্ঞের মাধ্যমে ভারতের জয়ের প্রার্থনা কলকাতাবাসীর - World Cup Fever in Kolkata

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 4:51 PM IST

World Cup Fever in Kolkata: সকাল থেকেই ক্রিকেট জ্বরে কাঁপছে দেশবাসী । বিশ্বকাপে ভারতের জয় চেয়ে দিকে দিকে চলছে পুজো-অর্চনা ৷ বাদ নেই সল্টলেকের দত্তাবাদও ৷ এখানে বহু ক্রীড়াপ্রেমী মানুষের বাস ৷ স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষদের তরফে রবিবার ভারতের জয়ের জন্য হোমযজ্ঞ চলল ৷ এখানকার একটি ক্লাবের পক্ষ থেকে থেকে আয়োজন করা হয় এক বিশাল যজ্ঞের। বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের জন্যই তাদের এই যজ্ঞের আয়োজন । রীতিমতো পুরোহিত দিয়ে নিয়ম মেনে যজ্ঞ করা হল এদিন ৷ পাশাপাশি ক্লাবের সদস্যরা হাতে তেরঙা নিয়ে ও মুখ রাঙিয়ে আনন্দ উৎসবে মেতে উঠল ৷ সকলের উৎসাহ চোখে পড়ার মতো ৷ উন্মাদনার কোনও সীমা নেই ৷ বড় থেকে কচিকাঁচারা সকলে সমান তালে ভাসল এই ক্রিকেট উৎসবের জোয়ারে ৷

রবিবার ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া । আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে রুদ্ধশ্বাস ম্যাচ ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে রোহিতব্রিগেড ৷ শেষ পর্যন্ত কী হয়, কার হাতে ওঠে বিশ্বকাপ, কে পাবে বিশ্বসেরার তকমা, সে দিকেই তাকিয়ে সকলে ৷ 

ABOUT THE AUTHOR

...view details