World Cup Carnival: 800 গিটারের মূর্ছনায় গলা মেলালেন পর্যটকরা, বিশ্বকাপ ফাইনাল ঘিরে শৈলরানিতে উৎসব - World Cup final celebration at Darjeeling Mall
বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই রবিবার শৈলরানির বিশ্বকাপ কার্নিভালেরও দশমী ৷ আর অন্তিমদিন ম্যালের পর্যটকেরা সাক্ষী রইল এক অভিনব ঘটনার ৷ 800 গিটারের মূর্ছনায় শানের 'মুসু মুসু হাসি' গেয়ে উঠল ম্যাল। কাতারে না-থেকেও বিশ্বকাপ ফাইনালের মজা শৈলরানিতে চেটেপুটে নিলেন পর্যটকেরা (World Cup final celebration at Darjeeling Mall) ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST
TAGGED:
World Cup Carnival