Kali Puja 2022: দীপাবলির আগেই রোশনাই ফিরেছে মালদার মোমবাতি কারখানাগুলিতে - মালদা
কালীপুজোর (Kali Puja 2022) আগের বৈদ্যুতিক আলোর সঙ্গে পাল্লা দিয়ে চলছে রকমারি মোমবাতি (Candle) বিক্রি ৷ এই মুহূর্তে তাই চরম ব্যস্ততা মালদা (Malda) শহরের মোমবাতি তৈরির কারখানাগুলিতে ৷ সেই ছবিই ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ এমনই একটি কারখানার মালিক অভিজিৎ সাহা জানান, এবছর মোমবাতির চাহিদা ভালোই রয়েছে ৷ গত দু'বছর করোনার জেরে ব্যবসা খানিকটা মার খেয়েছিল ৷ তবে, সেই পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে ৷ ছন্দে ফিরছে ব্যবসা ৷ মালদা শহরের এই কারখানাটিতে এখন প্রতিদিন 1 হাজার থেকে 1200 প্যাকেট মোমবাতি তৈরি হচ্ছে ৷ সবরকম মোমবাতিরই চাহিদা রয়েছে ৷ বাজারে নিত্যনতুন বৈদ্যুতিক আলো এলেও মোমবাতির প্রতি মানুষের আকর্ষণ এখনও অটুট ৷ তাঁরা ঠিক তাঁদের পছন্দের মোমবাতি খুঁজে নিচ্ছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST