T-20 Cricket tournament: ঝাড়গ্রামে প্রথম টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট - cricket tournament
আর্ন্তজাতিক নারী দিবস সদ্য শেষ হয়েছে ৷ তার পরের দিনই ঝাড়গ্রাম শুরু হল টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট (cricket tournament) ৷ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা । জঙ্গলমহলের মেয়েদের ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ । পুরাতন ঝাড়গ্রামে আরএমএস ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে এবং নারী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম রাজ পরিবারের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷ জঙ্গলমহলের মেয়েদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 8টি মহিলা ক্রিকেট দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে আরএমএস-এলআরএস কাপ 2023 (RMS-LRS CUP 2023) ৷ 4 দিন ধরে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট ৷ প্রতিদিন দু‘টো করে ম্যাচ হবে । প্রথম খেলাটি হয় ঝাড়গ্রামের আরএমএস মহিলা ক্রিকেট দল এবং কলকাতার পাল ও চট্টোপাধ্যায় ক্রিকেট টিমের মধ্যে । এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ।