পশ্চিমবঙ্গ

west bengal

টিকিট জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক মহিলা

ETV Bharat / videos

Woman Arrested for Fraud Case: বিমানের টিকিট জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক মহিলা - financial fraud in south 24 pargana

By

Published : Apr 8, 2023, 8:46 PM IST

বিমানের টিকিট জালিয়াতি করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ মহিলার বিরুদ্ধে । শেষরক্ষা হল না ৷ নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সোমা চট্টোপাধ্যায় । আদি বাড়ি বাঁকুড়া জেলার দোলতলায় । গত পাঁচ বছর ধরে ছেলেকে নিয়ে নরেন্দ্রপুর এলাকায় ভাড়া থাকে । দীর্ঘদিন ধরে ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সোমা । কিছুদিন আগে, বেহালার পাঠকপাড়া অঞ্চলের ট্রাভেল এজেন্সি মেরিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কর্ণধার আশিস গোস্বামী তাঁকে 24 জনের কাশ্মীর যাওয়া-আসার জন্য বিমানের টিকিট কাটার কথা বলেন । এরজন্য তাঁকে 2 লক্ষ 64 হাজার টাকা দেন । যার মধ্যে 1 লক্ষ 32 হাজার টাকা দেওয়া হয়েছিল নগদে ৷ বাদবাকি টাকা অ্যাকাউন্টে জমা করেছিলেন । এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিমানের টিকিট কেনার দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্তকে, কোনও সমস্যা হয়নি । আজ 24 জনের একটি পর্যটকদলের কাশ্মীর যাওয়ার কথা এবং ফেরার কথা 16 এপ্রিল । বৃহস্পতিবার বিকেলে সেই সম্পর্কে খোঁজ নিতে গিয়েই তিনি জানতে পারেন সব টিকিট নকল ৷ এরপরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ । 

ABOUT THE AUTHOR

...view details