পশ্চিমবঙ্গ

west bengal

সিডিপিও অফিসে ধরনা মহিলার

ETV Bharat / videos

Woman Protest: টাকা দিয়ে মেলেনি চাকরি, সিডিপিও অফিসে ধরনা মহিলার - Woman Protest in Coochbehar

By

Published : Feb 10, 2023, 8:23 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

আগামিকাল অর্থাৎ শনিবার কোচবিহারে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে আজ মাথাভাঙা সিডিপিও অফিসের সামনে টাকার দাবিতে ধরনায় বসলেন এক মহিলা। তাঁর অভিযোগ, পাঁচ বছর আগে মাথাভাঙার সিডিপিও (CDPO) অঙ্গনওয়াড়িতে চাকরি করে দেওয়ার নামে দু'জনের কাছ থেকে দেড় লক্ষ টাকা করে নিয়েছেন। এই দু'জন হলেন একজন ধরনারত মহিলা ও আরও একজন মহিলা ৷ কথা ছিল চাকরি দেওয়ার পর ওই দু'জনকে আরও দেড় লক্ষ করে টাকা দিতে হবে। কিন্তু এতদিন কেটে গেলেও চাকরি তো হয়নি, পাশাপাশি, অভিযোগ টাকাও ফেরত দিচ্ছেন না সিডিপিও। তাই টাকা ফেরতের দাবিতে এদিন সিডিপিও অফিসের সামনে ধরনায় বসেছেন ওই মহিলা। টাকা না-পেলে ধরনা চালিয়ে যাবেন বলে জানান স্বপ্না বর্মন। যদিও মাথাভাঙা 1 নম্বর ব্লকের সিডিপিও নীলরতন হালদার জানান, যখনকার কথা স্বপ্না বর্মন বলছেন তখন তিনি সেখানে সিডিপিও হয়ে আসেননি ৷ এঘটনা তিনি আসার আগের ৷ প্রতিবন্ধী কল্যাণ সমিতির কেউ এই টাকা নিয়েছে। কিন্তু তিনি চাকরির নামে কারও কাছ থেকে টাকা নেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details