Murder Case: বারুইপুরে অটোচালককে খুনের অভিযোগে মহিলা ও তাঁর স্বামী গ্রেফতার - Woman and her husband arrested in murder charge
অটো চালককে খুন করার অভিযোগ ওঠে প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই মহিলা ও তাঁর স্বামীকে ৷ অভিযুক্তদের নাম রাজু মীর ও তৃষা রায় । গত 22 জুন অটো নিয়ে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল আলফিকার আলি গাজি । বাড়িতে জানিয়েছিলেন নরেন্দ্রপুরে যাচ্ছেন তিনি। তারপর 23 জুন সকাল 10টায় বারুইপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর পাওয়া যায় ৷ জানা গিয়েছে, বারুইপুরের সুবুদ্ধিপুরের অরূপভদ্র সরণির কাছে রাস্তায় পড়ে ছিল আলফিকার । এরপর তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানে 24 জুন মারা যায় তিনি । বাবা আয়ুবআলি গাজির অভিযোগ, ছেলের সঙ্গে অভিযুক্ত মেয়েটির অবৈধ সম্পর্ক হয়েছিল । মেয়েটিই তাঁর পরিবার ও বরের সঙ্গে মিলে ছেলেকে খুন করে রাস্তায় ফেলে দিয়েছিল (Woman and her husband arrested in murder charge of auto driver in Baruipur) ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST