পশ্চিমবঙ্গ

west bengal

অধীররঞ্জন চৌধুরী

ETV Bharat / videos

Adhir Ranjan Chowdhury: কেন্দ্রে যাই হোক রাজ্যে তৃণমূল বিরোধিতা থেকে সরছে না কংগ্রেস, দাবি অধীরের - নীতিশ কুমার

By

Published : May 29, 2023, 2:43 PM IST

Updated : May 29, 2023, 7:46 PM IST

লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিরোধী রাজনৈতিকদলগুলিকে একছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চলছে ৷ সেই সূত্রে 12 জুন পটনায় বৈঠকে বসছেন বিভিন্ন বিরোধী দলের নেতারা ৷ এই বৈঠক বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে ৷ তবে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে সমীকরণই হোক না কেন রাজ্যে নিজেদের অবস্থান বদলাচ্ছেন না অধীর চৌধুরীরা ৷ সোমবার প্রদেশ কংগ্রেসের এই সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, নীতিশের আহ্বানে হওয়া বিরোধী বৈঠকে যোগ দেবে কংগ্রস ৷ সেখানে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন ৷ তবে তার জেরে রাজ্যস্তরে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই চলছে তা থেকে সরে আসবে না প্রদেশ কংগ্রেস ৷

এদিন সাংবাদিক সন্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "দিল্লিতে কংগ্রেসের ডাকে নীতিশ কুমার গিয়েছিলেন । তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল । তাই পাটনায় বৈঠক হচ্ছে। সেই বৈঠকে কংগ্রেস থাকবে । তাতে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে না। তবে বাংলায় আমাদের লড়াই জারি থাকবে । বাংলায় আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব । আমি বলেছি বিরোধীরা এক হলে মোদি হারবে । কিন্তু বাংলায় কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাবে ।"

Last Updated : May 29, 2023, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details